এই শহরতলির বুকে

এই শহরতলির বুকে,
সিলিকার এক উন্নত রূপে
ঘিরে থাকা রসাইঘর আর টইটুম্বুর ভোজনশালা,
আমার উদর চাইছে তখন
থাকতে ভুলে ক্ষুধার জ্বালা।

ক্ষুধার বোধ হয়-
চাকুরী হারাবার বড্ড ভয়,
তাই সে পাওনা ছুটিও বাতিল করে,
ওভারটাইমে ব্যস্ত রয়।

তৃণলতা হয়ে জন্মালে তো,
বাড়ির বদলে ঠিকানা হতো জঙ্গল আর বন!
ভুখের হতো না চাকরি,
কারণ সালোকসংশ্লেষণ।।

আমি সইতে পারি না ক্ষুধার জ্বালা,
সইতে পারি না আমার দিকের তির্যক চোখগুলো,
মানুষ হয়েও অক্ষম আমি,
আমার চাইতে ভালো আছে
মাছ, ব্যাঙ, সাপগুলো।।